সাদর আহ্বান- ওহে....
বাংলা কবিতা ডট কম। নিয়মিত যে বন্ধুরা
লিখে চলেছে তোমার পাতায়, পারিনা কি-মিলিতে
এক সাথে আমরা কোথাও বাংলা মায়ের বুকে?
হয়তোবা কোন এক মাঠে, নয়তোবা কোন এক
গাঁয়ে নদীর পারে। সবুজ ঘেরা বনবীথির বেড়া,
যেথায় চামর দোলায় কাশবন অতি ধীরে ধীরে,
মায়ের মতন করে। শৈশব, কৈশোরের চঞ্চলতায়
মিলিব হোথায় বন্ধুরা একসাথে। জন্মের পরে যে
বন্ধুরা ছিল তাঁরা আর কেউ নাই পাশে চলে গেছে
দূরে, নয়তোবা ধরনিটাই ছেড়ে; সেই কথাটাই ভেবে
মনের গোপন ভিতটাই বন্ধু দিয়ে যায় আজ নেড়ে।
বড় কঠিন ভাবনা-হয়তোবা মনে হবে; অবাস্তবকে দিলে
বাস্তবে রূপে তাহা স্মৃতির পাতায় রয়ে যাবে। আমরা
বন্ধুরা যারা পরিচিত হলাম একে অপরের সাথে কবিতার
মাধ্যমে; দেখা হবে না-কেউ কাহারও সাথে? নীরবে  
যে পরিচয় তাহা নীরবেই রয়ে যাবে? হউক না বারে
বারে বঙ্গের এপারে কিংবা ওপারে। তাই বলি এই বেলা-
শত সহস্র কবি বন্ধুদের নিয়ে হউক না একটা কুম্ভমেলা।

১৩ই আশ্বিন, ১৪২৪,
ইং ৩০/০৯/২০১৭,
শনিবার, বিকেল ৪.২১মিঃ ২৭৯ তাং