সময় বুঝি নাই রে আর
পাড়ের কড়ি খুঁজো এবার।
বন্ধুবান্ধব সব পড়ে রবে
ওই একা একাই যেতে হবে।


আসা একা, যাওয়া একা,
কোথায় পাবি এবার দোকা?
মায়ার ঘরে ছিল অনেক
বাস্তবে তা শুধুই ভেক।


বাসা ছেড়ে পাখি উড়ে
আসেনা সে আর ফিরে।
হায়রে জীবন এটা কেমন!
বুঝি খেলার মাঠ এই ভুবন।


খেলতে খেলতে ভাসায় ভেলা
আর অসীম পানে ছুটে চলা।
জানিনা কেউ কোথায় শেষ,
কোথায় বল টানবে রেশ?


ভাবতে ভাবতে অস্ত বেলা
শেষ হয়ে যায় সকল খেলা।
খেলার শেষে বিদায় নিয়ে
হয় সব সমাপ্ত কান্না দিয়ে।


কেউবা কবর কেউবা শ্মশান
প্রকৃতি দেয় সকল আসান।
আদি থেকে এই বর্তমানে
কেউ পায়নি খুঁজে, তার মানে।


দেখি সর্বত্রই সেই প্রশ্ন চিহ্ন?
ফলটা যে হয় সবার অভিন্ন।
তবুও হুশ হয় না কারো
হিংসা বিদ্বেষ এবর ছাড়ো


২২শে  চৈত্র, ১৪২৯,
ইং  ০৬/০৪/২০২৩,
বৃহস্পতিবার রাত ১১:১৫। ১৯৭১, ০৭/০৪/২০২৩।