মাছরাঙ্গা বসে ডালে দৃষ্টি ওই জলের  দিকে
ভাবছে বুঝি এই এবার ছিড়বে মাছের ছিকে ।
বর্তমানের রাজনীতিতেই সবাই আশা করে
জনগণের পকেট মেরে আনবো এবার ঘরে।


রাজনীতিটা পাওয়ার জায়গা দেওয়ার কিছু নাই;
জনগণকে চুষে খাওয়ার এটাই বুঝি ঠাঁই।
অশিক্ষিত অর্ধশিক্ষিত সবাই এসে জোটে;
সুন্দর সুন্দর মনোলোভা কথা ফোটে ঠোঁটে।


চাকরি চুরি, সার্টিফিকেট চুরি সকল চুরি হেথা;
বিনে পয়সায় এমন ব্যবসা মিলবে আর কোথা?
জ্ঞান বিজ্ঞানের এমন যুগে মিথ্যা বলা যায়?
তবুও তারা করছে তাহা, ডাইনে এবং বায়।


লজ্জা যদি থাকতো একটু মানুষ হতে পারতো;
পশুর দলে নাম লিখিয়ে এমন কি আর করতো?
জ্ঞানী গুণী যারা আছো, থেকো না আর দূরে;
দেশের সেবায় মানুষের সেবায় দাঁড়াও এবার ঘুরে।


না হলে- মানুষ নামের মনুষ্যত্ব সবটা যাবে মুছে;
পরম ধর্ম মান আর হুস সকল যাবে ঘুচে।
সময় থাকতে জাগো সবাই ঘুমিয়ে থেকো না;
মানুষের বন্ধু তোমরা যারা দূরে দাঁড়িয়ে দেখো না।


১৬ই অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৩/১২/২০২৩,
রবিবার সন্ধ্যা ৬:০২। ২২২৮, ১৯/২৬২, ২৫/১২/২০২৩।