রাখো আদরিনী মায়ের ভাষা
বুকে করে অন্তরে;
অ,আ,ক,খ, তার-ই অঙ্গীকার
ঐ প্রকাশিছে মন্তরে।


বাংলার প্রতি বাঙালির প্রতি
কোথায় মমত্ব বোধ?
ঘৃণা বিদ্বেষে প্রকাশিত তাহা
করিতে পারেনা রোধ।


আমরা সত্যকে বলি মিথ্যা
ব্যক্তি প্রতিষ্ঠার লাগি;
হিংসার বিষ ছড়ায়ে দিতে
দিনরাত থাকি জাগি।


মা ও ছেলের ঐ মমত্ববোধ
যেওনা ভুলে সবাই;
মা ছাড়া সন্তান পারে না
করিতে কঠিন লড়াই।


দৃশ্যে কিংবা  অদৃশ্য থেকে
মা-ই যোগায় শক্তি;
ভাষা মায়ের সন্তানের ভাষা
যোগায় অন্তরে ভক্তি।


সমাজ-সংস্কৃতি গড়ে ওঠে তাই
মায়ের ভাষার টানে;
ভালোবাসা আনে আত্মার বন্ধন
ভাসুক হৃদয় বানে।


সুস্থ সংস্কৃতি ভাষার মিলন
হৃদয়ের আত্মিক বন্ধন;
সমাজ জীবনে প্লাবন আনে
সুমিষ্ট সেই রন্ধন।


যারা পারে তাঁরাই  করে
ভালোবেসে মা ও মাতৃভাষা
গড়ে ওঠে সমাজ ও সংস্কৃতি
বুকে নিয়ে কত আশা।


বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ,
ভাষার উন্নতির সোপান;
এম এতে বাংলা এনেছে আশুতোষ
তাই বাঙালির অমৃত পান।


৮ই বৈশাখ, ১৪৩০,
ইং ২২-০৪-২০২৩,
শনিবার বেলা  ১১:২৪। ১৯৯২, ২৯/০৪/২০২৩।