মনের কথা, প্রাণের কথা,
    সনাতন বিশ্বাসের কথা,
       যখন এক হয়ে জোটে,
           তখনই একজন মানুষ-
                সত্যিকারের মানুষ হয়ে ওঠে।


মনের আনন্দ, প্রাণের আরাম,
   নিয়ে আসে একান্তই আত্মার শান্তি,
         এ যেন জীবনের বেদ বাক্য,
              তাহা নয় এতটুকু ভ্রান্তি,
                 এই তো মানব হিতের ক্রান্তি।


যারা ক্ষমতার লোভে, মনুষ্যধর্ম ভুলে যায়,
    ব্যক্তি হিতে, ব্যক্তি প্রীতে উর্ধ্বশ্বাসে ধায়,
       তাঁদের কথা, তাঁদের গাথা,
            আর মনু সংহিতার ব্যথা,
                মানুষের কাছে এক হয়ে যায়।  


গীতা বলে- গাইতে গীতি
    বিশেষ শ্রেণীর আছে, বিশেষ প্রীতি,
          গর্ভ-গুহার সেই যে রীতি
             এই দেশ যুক্তি ছাড়া চলে,
                 তাহা অট্টহাস্যে সর্বত্রই বলে।


মানুষ মোরা কোথায় ছিলাম?
     কোথায় এসে জড় হলাম?
          মিথ্যা মোহের ফাঁকে,
              সময় এলে চলে যাব,
                  কোথায় যাবো একটু ভাবো?


আজ যারে তুই পর করিলি,
    কাল সে আপন হবে।
        একই খেয়ায় পাড়ি দিতে,
          তোমার হাত, তাঁর হাতেই রবে,
             তোমার ব্যথা সে আপন হয়ে সবে।

মানুষ হয়ে মনের কথা বুঝলিনা রে তুই,
   মনের ব্যথা মনেই রইলো, জগৎ জানলো কই?
     জগৎ যে তোর খেলাঘর, ভুলে যা আপনপর,
        সৃষ্টির ভাবনায়-অন্তরই যে গর্ভগুহার ঘর,
            সনাতন বিশ্বাসকে আঁকড়ে এবার ধর।
    
৩রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৭/০৪/২০১৮,
মঙ্গলবার, সকাল ৯.৩০মিঃ ।478 dtd 21/05/2018.