সঙ্গিনী চলে যেন মঙ্গিনী সম
              বারি তারে কাছে টানে;
              মন্দ্রিত ধ্বনি ওঠে মম।


মঞ্জুল মঞ্জিল সমঝিল প্রাণ
              ওই মননে উত্তপ্ত হিয়া;
               বলো কে করেছে দান?


লাবণ্যে লালিত ললনারে ঘিরে
      রঞ্জিত মঞ্জিমা অধরে ফোটে
     কামনা বাসনা একান্তে ফেরে।


প্রণয় প্রণীত হয় ভালোবাসা দানে
          প্রজন্ম প্রচারণ চলে চিরন্তন
প্রজাপতি মেলে পাখা দয়িতার সনে।


১৪ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৮/০৪/২০২৩,
শুক্রবার সকাল ১০:৩৪। ১৯৯১, ২৮/০৪/২০২৩।


শব্দার্থ: -
মন্দ্রিত - গভীর শব্দে ধ্বনিত,
মঙ্গিনী - সাম্পান, খেয়াতরী,
মন্দ্রিত - গুরু গম্ভীর,
মঞ্জুল - মনোহর,
মঞ্জিল - প্রাসাদ,
লাবণ্য - কান্তি, কমনীয়তা,
মঞ্জিমা - শোভা,
প্রণীত - সৃষ্টি,