সত্যকে প্রতিষ্ঠিত করার দায় মনুষ্যবোধ সম্পন্ন প্রতিটি
মানুষেরই। পরিস্থিতি  অনুসারে মানুষকেই ঠিক করতে
হবে প্রয়োগ কৌশল। সত্য বড্ড কঠিন। অমানুষের দেশে
সত্য বলতে ভয়, সত্য করতে ভয়, কখনও কখনও জীবন
সংশয়। এহেন বিপদ সত্ত্বে্ও‌ সত্য- মিথ্যাকে পায় না ভয়।
জন্ম-মৃত্যুর   চাইতে সত্য জীবনে আর কিছু নয়। মহাপ্রভু
নিত্যানন্দ, যীশু, মহম্মদ, ছিলেন সমাজ সংস্কারক। মানুষের
মঙ্গলের তরে, খুন হতে হয়েছে বর্বরদের হাতে। ব্যক্তি স্বার্থ,
ব্যক্তি পূঁজি রক্ষর্থে ঈশ্বরের তকমা লাগিয়ে পূঁজি বৃদ্ধির কাজে
লাগানো হলো তাঁদেরকে আর মতবাদকে ধর্মের তকমা লাগিয়ে
নিজেদের স্বার্থে সমাজটাকে করে দিল টুকরো টুকরো। সমস্ত
বিপদ কাঁধে  নিয়েই সত্য মিথ্যাকে হারিয়ে নির্মল আলোয় হবে
প্রকাশিত। এ লড়াই আমার তোমার সবার লড়াই। সত্য সনাতন,
সত্য চিরন্তন। সত্যকে হারায় ক্ষমতা কার? প্রকৃতির চিরন্তন ধারাকে
অস্বীকার করার ক্ষমতা নাই আমার তোমার। চলায়মান শাশ্বত নিয়ম,
সনাতন চিরন্তন।


৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ২০/০৫/২০১৮,
রবিবার,