জীবনে মানুষ আসে আর যায়
দর্পণের মানুষ মৃত্যুতে শেষ হয়।
অন্তর দর্শনের দর্শন এটা
বহিঃ দর্শনের দর্শন মোটা।


তাই নমস্য দার্শনিক সাধু জন
ব্যক্তিস্বার্থে কভু করে না রণ।
ওই দেবতুল্য তাঁরা সবাই
পেয়ে যেন আর না হারাই।


স্বার্থান্বেষী মানুষ স্বার্থের লোভে
প্রয়োজনে সত্যকেও মিথ্যা বলে।
ওরা শত্রুকেও মিত্র বানায়
দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে হেলাফেলায়।


মোটা বুদ্ধি ক্রমে ধরা পড়ে
সূক্ষ্ম বুদ্ধি কেবল ধৈর্য ধরে
সত্য-মিথ্যার পার্থক্য এটা
হঠকারীর হয় বুদ্ধি মোটা।


তাই ধ্বংস আনে নিজেই টেনে
সমাজে বুদ্ধিভ্রষ্ট সকল  বেনে।
পড়বে ধরা আজ কিংবা কাল
সূক্ষ্মবুদ্ধি রেখেছে ছড়ায়ে জাল।


জগতে ভালো-মন্দের এটাই খেলা
মহাজীবন সাগরে ভাসায় ভেলা।
পরম সত্যের ধ্বংস নাই
মিথ্যা কথা পায় না ঠাঁই।


জগতে এটাই কঠিন কালের গতি
বুঝে ও  বুঝিনা সত্যের মতি।
সত্যই চিরকাল টিকে থাকে
মিথ্যা একদিন হারায় বাঁকে।


২১ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৫/০৬/২০২২
রবিবার বিকাল ৫:৩০। ১৭০৯, ১৩/০৬/২০২২।