যার নাই, তার নাই,
যার থেকেও নাই,
              তার কি হবে?
কেউ হারিয়ে পায়,
কেউ পেয়ে হারায়,
        তার দুঃখভার কে বইবে?  


যে দেখতে পায়,
তারে যদি না দেখায়,
    সে থাকবে ডুবে নিজের ব্যথায়;
যে চোখ থাকতেও অন্ধ,
নাই তার বাধা বন্ধ,
আলোর শক্তি কি-তাকে পথ দেখায়।


ভাবনায়- দেখার শেখা,
ঐ জ্ঞানীর পথ রেখা।  
         তাই জীবনের চলার রথ;  
         সেই জীবন-দর্শনের মত।  


ভিন্ন ভিন্ন আমার, তোমার পথ,  
     মতে পথে আমাদের কত সংঘাত;
মন্দটুকু দিয়ে, ভালটুকু নিয়ে,
    মানব জীবনে সেই তো সত্যের পথ।  


৩০শে ভাদ্র, ১৪২৪,
ইং ১৬/০৯/২০১৭,
শনিবার, সকাল ৮টা।