কে দিয়েছে এমন ভাবনা?
কেমনে এলো এই চেতনা?
        সাথে নান্দনিক ঐ চিন্তাধারা?  
কোথায় পেলে ভালবাসা?
কেমনে এলো এমন আশা?
         কে ভাঙ্গলো আঁধার কারা?


অদূর হলো দূর যে তোমার,
         কোন আলোর ঐ ছোয়াতে?
পর যে তোমার আপন হলো,
          বলতে পার কার দোয়াতে?


হিংসাদ্বেষের কঠিন ভাবনা,
            এই জগতে কে এনেছে?
ভালমন্দের বিচার-বুদ্ধি,
            আপন করে কে যেচেছে?


অসুখ ভাবে সুখের কথা,
              অশান্তির শেষ শান্তিতে;
আমার ভাবনা, তোমার ভাবনা,
              শেষ হবে ঐ ক্রান্তিতে।
২৫শে শ্রাবণ, ১৪২৪,
ইং ১১/০৮/২০১৭,
শুক্রবার, সকাল ৬.৩০ ।