যায় ভেঙে ঘুম শুনে আজানের ধ্বনি
শুনি হৃদয়ের মাঝে ওই কার বানী?
স্তব্ধ গাঢ় আঁধার ক্রমে ফিকে হয়
নতুন দিনের বাঁশি রবি যে বাজায়।


জীবনের কথা বসে ভাবি একাকী
এই আছি এই নাই, হাতে নাই চাবি।
যাবে না তো ব্যথা মনে মনে সাধা
নই আমি জানি ওই কৃষ্ণের রাধা।


মোহ মায়াজালে দেখি বেঁধে ফেলে
সাগরের জলে খেলে অজনা জেলে।
কাঁদি একা বসি ছাড়ে না তো রশি
ওই দূরে তাকায়ে দেখে নীরবে শশী।


এই তো জীবন করি কত রণ
লড়াই এর শেষে শ্বাস নিতে এসে
দেয় না দেখা আর দক্ষিনা পবন।


২৫শে পৌষ, ২৪২৯,
ইং ১০/০১/২০২৩,
মঙ্গলবার রাত ৪:৩১। ১৮৮৪, ১১/০১/২০২৩।