আমার ভাবনা, তোমার ভাবনা
      কারোর ভাবনা নয় তো এক;
ছড়িয়ে যাক সবার ভাবনা,
   ধরার খাতায় মজুত থাক।


আমি মানুষ, তুমিও মানুষ,
            আমরা তো মানুষ ভাই;
একটা মানুষের মত আর একটা মানুষ,
          কোথাও খুঁজে নাহি পাই।


ধরণির পরে ছড়ায়ে ছিটিয়ে,
             আমরা সবাই রই;
জীব জগতে কেউই মোরা,  
             কারোর মত নই।  


তুমি ভাবো, আমি ভাবি,
            ভাবনার শেষ নাই;
সীমাহীন এই জগৎ মাঝে,
            কোথায় সীমানা পাই?  


২৮শে কার্তিক, ১৪২৪,
ইং ১৫/১১/২০১৭,
বুধবার, রাত ১১টা।