সৃষ্টির মনন মাধুর্য্যে হৃদয় দোলায়,
        ছোট্ট জীবনের অবসর কালে;
জগৎ সংসার যেন আজ একাকার,
         সীমাহীন ঐ ভাবনার জালে।


নিদ্রাহীন জ্বলে আঁখি,
দুই হাতে রাখি ঢাকি।
       প্রেমমুগ্ধ হৃদয়ে যে প্রেমের নিলয়,
      ক্ষনপ্রভা ক্ষনিকে আসে আর যায়।
            


ঐ কালবৈশাখী ঝড়ে যেন-  
                       আমরা না হারাই পথ;  
কঠোর কঠিন তমসায় ঘেরা,
              আঁধিতে ঢাকিবে রথ।


আমি তুমি চেয়ে থাকি,
            শুধুই অসীমের পথ পানে;              
কুঁড়ে ঘর ভেসে যাবে,
             একদিন জোয়ারের বানে।  


বিলায়ে যে দিতে চাই সব,
              প্রেমময় সুধা মনে যত;
চাইনা রাখিতে বাকী এতটুকু,
             অতৃপ্তের তৃপ্তি তাই তত।  


৪ঠা ভাদ্র, ১৪২৪,
ইং ২১/০৮/২০১৭,
সোমবার, সকাল ৮টা। বিকে ২৫১