সেই যে চলা,
সেই যে বলা,
   হাওয়ার সাথে খেলা করা;
শস্য শ্যামল,
সবুজ কোমল,
    অবাক দৃশ্য নয়ন ভরা।


ছোট্ট শিশু,
বন্ধু বিশু,
   জোরে-হাতখানি তার ধরে;
গান গেয়ে,
আপন মনে,
    ছুটে চলছি ভীষণ জোরে।


আমার গ্রাম,
আমার প্রাণ,
     আমার আদরের জন্মভূমি;
মা, মাটি,
এমন খাঁটি,
    সেখানে কোথায় আমি তুমি।


ফসল কেটে,
ফিরছে বাটে,
     ঘাটে বাঁধা ছোট বড় তরি
আনছে সকল,
নতুন ফসল,
   গোলা যাবে সোনার ধানে ভরি।


ঠাকুমা,জেঠিমা,
মা, কাকীমা,
       করছে সেই অতীত স্মরণ;
চিরায়ত উলুধ্বনি,
মরমের শঙ্খধ্বনি,
        করছে নব লক্ষ্মীর বরণ।


অতীত ধরে,
হৃদয় নেড়ে,
       ওরে দেখনা একবার চেয়ে;
প্রাণের দোলায়,
মন ভরে যায়,
        সেই গ্রাম্য আবেশ পেয়ে।


হারিয়ে যাওয়া,
কুড়িয়ে পাওয়া,
       সবার স্মৃতি-সুধার নদী;
ফল্গু ধারা,
পরাণ হরা,
        আবার ফিরে পাই যদি।


৮ই ভাদ্র, ১৪২৪,
ইং ২৫/০৮/২০১৭,
শুক্রবার, বেলা ১.২১মিঃ।