সাজো সাজাত্যে ওই মাতৃভাষায়
নতুন বর্ষের আগমনে;
তুমি থেকো না দাঁড়ায় দূরে
অন্য কোন অভিমানে।


বড় পরিচয় সেই জাত্যভিমান
শুরু হয় মাতৃভাষায়;
শিখেছি তাহা মায়ের কাছে
শুধুই তার ভালোবাসায়।


ওই সাহিত্য, বিজ্ঞান, গান,
আমাদেরই চেতনার দান;
বাঙালি বলে পরিচয় মেলে
মিলেমিশে ধর্মীয়মান।


মাতৃভাষায় কথা বলি মোরা
কেন তবু বিভেদের খেলা?
মৌলবাদীদের নাই মা বাবা
জগতে দেয় তারা দোলা।


নতুনের আশায় পুরাতনের বিদায়
জীবনের বাঁধা গান;
এটাই সত্য এটাই চিরন্তন
মনেতে ডাকে বান।


৩০ শে চৈত্র, ১৪২৯,
ইং  ১৪/০৩/২০২৩,
শুক্রবার রাত ৯:২৬। ১৯৭৭, ১লা বৈশাখ, ১৪৩০। ১৫/০৪/২০২৩।