এমন একটা সুন্দর ভাবনা
            আয় তো দেখি,
           সুন্দর করে লেখি।


যাহাই দেখেছি সুন্দর ভেবে,
তাহাই সুন্দর মেনেছি।
ভেবেছি সুন্দরের সীমানা কোথায়?
         কোথা পাব- কত দূর?
ভাবিতে পরানে শিহরন জাগে,
        তাই-কন্ঠে বাজে এ সুর।


বাস্তবে যারে সুন্দর বলি,
           কল্পনায় তা সুন্দর নয়;
ভাবনায় ভাবি আরও সুন্দর,
            ছড়ায়ে রয়েছে বিশ্বময়।


সুন্দরের পিছনে ছুটতে ছুটতে,
            সুন্দর চলে যায় দূরে;
সবই তো স্রষ্টার সৃষ্টির মাধূর্য্য,
           বয়ে বেড়ায় ঘুরে ঘুরে।


পলকবিহীন ভাবি সারাদিন,
           এ কোন সুন্দরের কারিগর;
কেমন দেখিতে ঐ স্রষ্টারে,
          সে কি অপরূপ,রূপ মনোহর?


তাঁর রূপের তুলনা হবেকি না হবে?
                  অন্য রূপের সাথে;
তাই-আঁধারে লুকায়ে নিজেরে রেখেছে,
                 তোমার হৃদয় মাঝে।  
১২ই আশ্বিন, ১৪২৪,
ইং ২৯/০৯/২০১৭,
শুক্রবার,সকাল ৭টা।