মায়ের কোলে সুন্দর শিশু,
        জঙ্গলে ঐ পশু;
মাতা মেরীর কোলে সুন্দর,
       ছোট্ট ঈশ্বর যীশু।


রাতের বেলায় চন্দ্র সুন্দর,
      ভোর বেলাতে রবি;
নীল আকাশে গ্রহ তারা,
      দেখতে সুন্দর ছবি।


পূর্নিমাতে জোয়ার ভাটা,
        দক্ষিণা মলয় বয়;
নানা রঙের পাল তুলে,
        মাঝি নাও বায়।


সুরের যাদু ভাটিয়ালী,
        শুনছে নব বধূ;
কলসি কাক্ষে যায় সে-
      ছড়িয়ে রূপের মধু।


সবুজ সুন্দর ধরাধামে,
   আর নানান রঙের ফুল;
ভালবাসায় জগৎ ভোলায়,
      নাই যে তাহার কূল।


তপ্ত রৌদ্রে বেশী সুন্দর,
       সবুজ গাছের ছায়া;
ধরণীতে বেশী সুন্দর,
         ভালবাসার মায়া।
২৯শে পৌষ,১৪২৪,  
ইং ১৪/০১/২০১৮,
রবিবার, ভোর ৬টা।