সৃষ্টি যেথা ছুটছে তথা,
        রাঙিয়ে নিজের রঙে;
ঐ সূর্যিমামা ভালবাসে,
        থাকতে স্রষ্টার সনে।


এমন তরো ভালবাসা,
        কেউ বাসেনা আর;
পাখীর ডাকে প্রভাত হলে,
       মুখ দেখা যায় তাঁর।


সারাদিনটা থাকে সূর্যিমামা,
             স্রষ্টার সৃষ্টির সাথে;
অস্তাচলে রবির কিরণ,
             প্রাণের ছবি আঁকে।


মন ভুলানো রঙ্গিন ছবি,
     বলছে ডেকে আলোর ইশারায়;
রাতের শেষে ফিরব আমি,
    স্রষ্টার সাথে ঐ প্রভাত বেলায়।
২৭শে পৌষ, ১৪২৪,
ইং ১২/০১/১৮,
শুক্রবার রাত ১২টা।