অসাধারন সেই যে মনন,
         থাকে কবির কল্পলোকে;
পূজার ছলে দেয় উপহার,
         ধরণীর এই স্বল্পালোকে।


মনের মাঝে একটু আশা,
          চেতন চিত্ত উঠুক ভেসে;
স্বল্পালোক যাক কেটে যাক,
         দ্বীপ্তালোকে এসে শেষে।


অসাধারন সাধারন হউক,
                  কবিদের দানে;
জগৎটা রসময় হবে,
                    ঐ আলম্বনে।
২৪শে বৈশাখ, ১৪২৫,
ইং ০৮/০৫/২০১৮,
মঙ্গলবার, ভোর ৫.৩০মিঃ ৪৮০ তাং ২৩/০৫/১৮।