ছন্দে মন্দে চেতনার কথা
মননে পায় ঠাঁই;
ব্যাকুল হৃদয়ে প্রকাশে তাহা
পারে যে কবিরাই।


সত্য মিথ্যা, ভালো-মন্দ
আনন্দের স্মৃতি কথা;
দুঃখ যাতনা প্রাণের বেদনা
শোনায় মনের ব্যথা।


সবই আছে প্রকৃতির মাঝে
দেখেও দেখে না কেউ;
কবিরা যখন তুলে ধরে তাহা
তখন হৃদয়ে জাগে ঢেউ।


সূর্যের আলোয় শিশিরের রূপ
ব্যাকুল করে মন;
ওই হীরে-মানিক সকলি তুচ্ছ
মনে হয় পরম ধন।


স্বর্গের পারিজাত এনে কবিরা
সম্মুখে তুলে ধরে;
অবাক বিস্ময়ে অভিভূত সবাই
সৃষ্টির স্রষ্টার বরে।


তাইতো কবিরা কবি ধরায়।
স্বর্গ উদ্যানের মালি;
যত্ন করে বাঁচিয়ে রেখেছে
শ্রম দিয়ে জল ঢালি।


কবি বন্ধুদের অনন্য সৃষ্টি
বুকে দোল দিয়ে যায়;
জীবন সাগরে কয়জন মাঝি
বলো এমন নৌকা বায়?


১৮ই ফাল্গুন,১৪৩০,
ইং ০২/০৩/২০২৪
শনিবার সকাল ৮:৫৪। ২২৯৬, ২০/১৩১, ০৩/০৩/২০২৪।