সৃষ্টির পরে ধ্বংস,
        তবে ধ্বংসের পরে কি?
সে কি নবীন সৃষ্টি?
   পরজন্ম আজও বিজ্ঞান মানেনি।


জন্মান্তরবাদ গল্পের গল্প,
গল্প ছাড়া সত্য স্বল্প,
                 সেই সত্য জানতে মন চায়;
জানতে চাওয়া-
আর প্রকৃতই পাওয়া,
     তাঁর প্রতি জ্ঞানীর প্রান ধায়।


যারা ভাবে, ভাবছে কবে,
এমন সুদিন আসবে ভবে,
     কঠিন ভাবনার হবে অবসান;
এপার ওপার মিলবে এসে,
মোদের কাছে আপন বেশে,
     সেই হবে এই মানুষেরই দান।


৯ই ফাল্গুন, ১৪২৪,
২২শে ফেব্রুয়ারী,২০১৮,
বৃহস্পতিবার, বেলা ১টা।