কাল- অতীত, বর্তমান,
          সবই যে সমান।


অতীতে যাহা ঘটে ছিল,
          আজও তাহা ঘটে;
ভবিষ্যতেও ঘটবে তাহা,
           মনে রেখো বটে।


একদিন ছিল মাতা, ছিল পিতা,
            ছিল আপনজন;
সুখে, দুঃখে, আনন্দেতে নৃত্যরত-
            ছিল সবার মন।


সুখের নীড়ে ছিল পাখি,
           গাইতো কত গান;
আজও হেথা গান গায়,
             নাই শুধু প্রাণ।


চারিদিকে ঘিরে ছিল,
          আত্মার আত্মীয় যারা;
আপন ছাড়ি এঁকে-এঁকে,
         দূরে সরে গেল তারা।


অতীতে হৃদয় ছিল-
        কোথায় আজ তাহা পাই?
বর্তমানে সবই আছে,
     তবু-মনে হয় যেন কিছু নাই।


২৩শে ভাদ্র, ১৪২৪,
ইং ০৯/০৯/২০১৭,
শনিবার, সকাল ৬টা।