যখন তোমায় আঘাত করি
তখন তোমায় চিনি;
ঝরলে রক্ত বুকের মাঝে
আপন বলে মানি।


তোমার ব্যথা আমার হয়ে
যখন অশ্রু ঝরায়;
বৈশাখের ওই তপ্ত হাওয়া
শুকায় বুকটা খরায়।


তুমি থাকলে কাছে ভালবেসে
বয় যে দখিন হাওয়া;
ওই তপ্ত দিনে মনের মাঝে
যেন বসন্তের গান গাওয়া।


তুমি ছাড়া আমার মূল্য
শূন্য বলে জানি;
আমার হৃদয়ের সিংহাসনে
তুমিই যে সেই রানী।


৯ই  বৈশাখ, ১৪৩০,
ইং  ২৩/০৪/২০২৩,
রবিবার সকাল  ৯:৩৫। ১৯৮৮, ২৫/০৪/২০২৩।