অতীত স্মৃতি মনে ভাসে
তপ্ত বৈশাখ মাসে;
যৌবনের গান গুনগুন করে
বঁধু দূরে হাসে।


তপ্তমাসে সেই তপ্ত হিয়া
হারিয়ে গেছে কবে;
আজ স্মৃতিটুকুই সম্বল তার
তাতেই বেঁচে রবে।


তপ্ত যবে শীতল হবে
বইবে নাতো জোয়ার;
প্রাণের বধু নাচবে না তো
ফসলের বীজ রোয়ার।


উঠবে না আর সোনার ফসল
শঙ্খের ধ্বনি দিয়ে;
আনন্দ উৎসব হারিয়ে গেছে
অস্ত বেলায় গিয়ে।


৮ই  বৈশাখ,১৪৩০,
ইং ২২/০৪/২০২৩
শনিবার প্রভাত ০:১৭। ১৯৯০, ২৭/০৪/২০২৩।