তুমি যতই ক্ষমতাবান হও,
        অথবা নিতান্তই দুর্বল,
তোমাকে অবশ্যই যেতে হবে,
        আজ কিংবা কাল।


যেমন তুমি শৈশব থেকে,
কৈশোর হয়ে-যৌবনে এলে চলে;
কেমন করে হেথায় এলে?
তোমায় কেউ দেয় নাই বলে।


আবার যৌবন থেকে বার্ধ্যকে এসে,
পুর্ন থেকে শূন্য হয়ে-
প্রভাত রবি অস্ত যাবে,
দিনের শেষে আপন মনে।


আলোর বেলা হবে সারা,
সেই গভীর রাতের অন্ধকারে;
শেষ কড়ি তাঁর রইবে না আর,
দাঁড়াবে এসে খেয়াঘাটের পারে।  


ধরার সব সুখ দুঃখ পায়ে মেড়ে-  
              সময় দিচ্ছে তাল;
এমন সোনার সংসার ছাড়তে হবে,
              আজ কিংবা কাল।


১৬ই অগ্রহায়ন,১৪২৪,
ইং ০৩/১২/২০১৭,
রবিবার, সকাল ৫.৩০।