সর্বজয়া তোমরা যারা,
       হেথায় অপরূপ রূপে ভাস্বর;
কেন পড়বে অলংঙ্কার,  
      আসল রূপসজ্জা দিয়েছে ঈশ্বর।


মাতৃরূপে, ভগ্নিরূপে, জায়ারূপে,
আছো তোমরা বন্ধু রূপে,
           সে রূপের তুলনা যে নাই;
নিত্য মোরা দেখি সদা,
ভ্রমর আসে ফুলে যদা,
           ঐ অপরূপ রূপ হেরি তাই।


নাইবা পড়লে স্বর্ণালংকার,
হীরা, জহর মণিমুক্তা আর,
          প্রকৃতই যে রূপের আধারঃ
জয় করেছো জগৎটাকে,
সর্বজয়া তাইতো ডাকে,
           তুলনাহীন সেই রূপেশ্বর।


তুমি আছো তোমার মত,
না খুঁজলে ও রূপ পাবে নাতো,
            অন্ধ মানুষ আছে যারা;
কৃত্রিম রূপ চাইনা মাগো,
অকৃত্রিমেই তুমি থাক,
            তুমি যে সেই বসুন্ধরা।


১৭ই অগ্রহায়ণ, ১৪২৪,
ইং ০৪/১২/২০১৭,  
সোমবার, রাত ১১.৩০।