আমরা উলুবনে মুক্ত ছড়াই
দেখি শেয়াল কুকুরের কত লড়াই।
ঝাড় লন্ঠনের নিচে শ্রাদ্ধ বাসর
হেথায় নিত্য দেখি কত আসর।


শিয়াল কুকুরের ডায়ালাইসিস হয়
সত্যিকারের মানুষ তাহা কি পায়?
করি সুযোগ পেলে অক্সিজেন সাপ্লাই
দুর্বৃত্তের কালো টাকার ভাগটা চাই।


সে যে জেলে গিয়েও সমাজের প্রধান
অবাক হই দেখে মা সারদার এমন দান।
কেউবা বলে তিনি নাকি নোবেল পাবে
ওই সাহিত্যে একাডেমি পাওয়ার পরে।


পাগলও নিজের ভালো বোঝে
শুনেছি সেই কথাটা এই সমাজে।
যেজন ডালে বসে সেই  ডাল কাটে
তার প্রচারটা হবেই হাটে-বাটে।


ডালের পাতা গুলো জানে না তো
দুদিন পরে তাদের শুকাতে হবে;
এমন পাগলের পালায় পড়লে পড়ে
মান, সম্মান, ধূলায় গড়াগড়ি যাবে?


তাই বাঙালি আজ বাংলায় মরছে  ধুঁকে
বাংলার মান বাংলার কৃষ্টি পড়ছে ঝুঁকে।
পরীক্ষায় পাস করেও পায় না চাকরি
অশিক্ষিতরা টাকার দিয়ে কিনছে  মাকড়ি।


কোথায় আসন, কোথায় বসন,
কেমন এ রাজ্য ও রাজপাট?
ওই উলঙ্গ রাজার সেই  ভূলঙ্গ নৃত্যে
হায়রে দেখ কত ঠাট বাট!!!


১৬ ই বৈশাখ, ১৪৩০,
ইং ৩০/০৪/২০২৩,
রবিবার বেলা ১১:২৪। ১৯৯৬, ০৩/০৫/২০২৩।