ভাসাবো বোলে তরী আমার,
             রেখেছি বেঁধে কূলে;
বান এলেই ভাসাবো তরী,
            সাঁজায়ে ফুলে ফুলে।


আমার তরীর মাঝি আমি,
              আমিই যাত্রী এক;
কেউ যাবেনা আমার সাথে,
          তাই কোমর বেঁধে থাক।


এমন সত্য আর কিছু নাই,
               ধীরে ধীরে চলো;
তাই সত্য কথা বলতে কেন?
               ঐ আঁখি ছলছল।


জল মুছেনে আঁখির পাতার,
        এ নিয়ম বাঁধা সবার তরে;
ও সে-চাই বা না চাই,
   আসবে সে, জীবন সন্ধ্যার পরে।


১২ই কার্তিক, ১৪২৪,
ইং ৩০/১০/২০১৭,
সোমবার, সকাল ১০টা।