ভোট এলেই ভেলকিবাজী
মিথ্যা আশ্বাস দেওয়া;
ভোট ফুরালে ক্ষমতা পেলে
সম্পদ কেড়ে নেওয়া।


একশত কোটিতে দোষ  দেখি
লক্ষ কোটিতে নয়;
ওই অন্যের গায়ে গন্ধ বেশী
নিজে মুক্ত রয়।


এরাই দেশের শাসক শোষক
সত্যের বিচার কই;
মিথ্যার বোঝা বইছে ওরা
দেখবে খানিক পরে ওই।


এই জনগণের বিবেক দেখে
পশুও লজ্জা পায়;
ঐ বিবেকসম্পন্ন মানুষগুলো
ওদের পিছে ধায়।


কেমনে ভাবি মানুষ আমরা
সেই মানবতাটা কোথায়?
নির্বোধের মতো চলছি আমরা
কাঁদি শুধুই ব্যথায়।


চলবে কলম পাবোনা ফল
সুখের রাজত্ব নয়;
চেতনা মনে না ফিরলে পরে
কে নেবে কার দায়?


২০শে চৈত্র,১৪৩০,
ইং ০৪/০৪/২০২৪,
বুধবার রাত ১১:২৪। ২৩২৯, ২০/১৮৪, ০৫/০৪/২০২৪।