যখন তুমি ইতিহাস হবে,
          তুমি থাকবে জাদুঘর;
তোমার পানে ফিরে ফিরে,
        তাকাবে তোমার বংশধর।


তোমার সত্য, তোমার তথ্য,
            তোমার আপন ঘর;  
সত্য মিথ্যার সেই বিচারে,
             রবে না আপনপর।


মিথ্যা তত্ত্ব, মিথ্যা তথ্য
             দিও না ভুল করে;
তোমার প্রিয়জনই একদিন,
             বিপদে পড়তে পারে।


তুমি চাও কিংবা না চাও,
তোমার সত্য একদিন প্রকাশ পাবে,
         ভবিষ্যতের জাদুর ছোয়ায়;
জাদুর কাঠি থাকবে হেথায়,
         জন্মজন্মান্তরের ঐ চেতনায়।  


তোমার খাদ হবে পুড়ে খাক সত্যের আগুনে,
খাঁটি সোনা যেদিন হবে, ভীষন তুমি লজ্জা পাবে,
         এই ভেবে।
তোমার গুরুত্বের ভার লাঘব হবে,
                 এমন কাজ করতে নাই,
না হলে-মিথ্যাবাদী নয় তো প্রবঞ্চক বলবে সবাই।


মনে রেখো তুমি-
চার হাজার বছরের মিশরের মমি,
          এই একবিংশে এসে ও কথা কয়;
চেতনার আলোতে অতীতের পাথর,
           জীবন্ত হয় এই মানুষের ছোঁয়ায়।


যতই ভাবো লুকিয়ে যাবে,
            চোখ বন্ধ করে কাকের মত;
তুমি অন্ধ তোমার কাছে,
সবাই তোমায় দেখতে পাচ্ছে,
           তবুও মিথ্যাচারে থাকছো রত?


তাই তো বলি-ভবিষ্যতের ভয়ে থাকো,
         লুকিয়ে সব থাকবে নাকো,  
            আমার তোমার জীবন কথা;
সত্য যে দিন প্রকাশ পাবে,
     মিথ্যা সে দিন মুখ লুকাবে,
        তখন বুকের মাঝে জাগবে ব্যথা।  
            
১৯শে মাঘ, ১৪২৪,
ইং ০২/০২/২০১৮,
শুক্রবার সকাল ৬.০৩।