ক্ষমতার লোভ, অর্থের লোভ,
        লোভে লোভে একাকার;
তাই জনগণ আজ দিশেহারা,
      চিনিতে পারেনা আপনপর।  


কে যে ভাল? কে যে মন্দ?
       কে করে কার উপকার?
হেথায় ভাল কথা সবাই বলে,
    প্রহরে প্রহরে পরিবর্তন তাঁর।


ক্ষমতায় আসার জন্য কত কথা বলে,
ক্ষমতায় এলে পরে সবই যায় ভুলে।


না বোঝার যন্ত্রণা বোঝে,
        বুকের রক্ত নিঃশেষে ঢেলে;
আনন্দ কানন শ্মশান হয়,
        দুর্বৃত্তের আস্ফলনের ফলে।


যারা হারায় তাঁরা বোঝে,
            ঐ না বোঝার ফল;  
সন্তানহারা মায়ের বক্ষ ভাসে,          
         কি বুঝিবে দুর্বৃত্তের দল?


৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১৯/০৫/২০১৮,
শনিবার, বেলা ১১.৩০মিঃ। ৪৮৭ তাং ৩১/০৫/১৮।