যদিও কঠিন পথ,
     তবুও কালের গতিতে ছুটিতেই হবে;
হয়তোবা হোঁচট খাবে,
    রক্তাক্ত দেহে অভিষ্ঠে পৌছাবে তবে।


জীবনের লড়াই, প্রাণের লড়াই,
            এ লড়াই থামিবে কোথা?
যতক্ষন শ্বাস, ততক্ষন আশ,
              অভিষ্ঠ ঐ যে হোথা।


নিয়মের ফাঁদে বাধা সংসার,
       এর যে অন্যথা হবার নয়;
জীবনের শেষে আখেরের দিনে,
            থাকে না তো কারও ভয়।
তখন-
একা একা যাবে অচেনা পথে
              কেউ যে রবেনা সাথে;
তবে প্রানে কেন এত ভয়?
            ধরার এই আলোকিত পথে।


২৭শে পৌষ,১৪২৪,  
ইং ১২/০১/২০১৮,
শুক্রবার, ভোর ৭টা।