মা যদি হয় এমনি হবে,
        থাকবে শিশু মায়ের কোলে;
মায়ের আদর, মায়ের স্নেহ,
            রাখবে ধরে তাঁরে ঘিরে।
তাই তো বলি-
           জন্ম দিলে হয় না মাতা,
          মা হওয়া যে দূরের কথা।


যৌনভুগী মায়েরা সব,
           দেহ নিয়ে করে খেলা;
দেহের কথা বুঝবে তাঁরা,
          সময় যখন হবে সারা।


পশ্চাত পানে চেয়ে চেয়ে,
       অশ্রু ঝরবে চোখের কোণে;
অপরাধ বোধ কূড়ে খাবে,
       থাকবে যখন আপন মনে।


মা তুই যৌন লোভে আনিস না আর,
     ধরার পরে সন্তানেরে;
চারিদিকে পুরুষ.পশু রয়েছে জাল বিছায়ে,
সত্যের পথে বাঁচা তুই আপনারে।


১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ২৯/০৫/২০১৮,
মঙ্গলবার, সকাল ৯টা। 485 dtd 29/05/2018.