আমি যেন পড়েছি কার প্রেমলীলার ফাঁদে
আজি জ্যোৎস্না রাতে ,মাধবী ফুটেছে
মৃদু সৌরভ দক্ষিণা বাতাসে
বাঁশি বাজায় কে ঐ দূরে ,গহিন বনে ?


বাঁশি আর জ্যোৎস্না যেন একই বৃন্তে ফুটে
হৃদয়কুঠরে গোপনে সিঁধ কাটে,
জ্যোৎস্নার সম্মোহনী রূপের কাছে
ধরার সকল রুপ হয়ে যায় মিছে
যেন অজানা এক ঐশ্বরিক সুর
দ্যোতনা তারই মাঝে!


যবে চাঁদখানি ফুটে
নীল চাঁদোয়ায় ঐ নীলগিরি ছুঁয়ে,
আমি সেথা ভাবি বিস্ময় নয়ন মেলে
একি পৃথিবী , নাকি কোন ইন্দ্রপুরী !
একি ধূলির ধরা ,নাকি স্বর্গের অপ্সরী !
একি জ্যোৎস্নার আলো,নাকি মায়াবী ফাঁদ পাতা !
নাকি সৃষ্টির রূপে ধরায় নামে সৃষ্টি কর্তা ?


স্বপ্ন ঘোরের পানসী চেপে
মন আমার যায় কোন সাগরে ভেসে?
বিধি , শৃঙ্খল বেড়ি পায়ে বেঁধে
আমায় তুমি পাঠালে সন্ন্যাসিনী রূপে!
ঐ জ্যোৎস্নার জালে কী দিয়েছ মেখে!
প্রেমেরবীনা উছলিয়া ওঠে
আজি মনের গহীন ভাঁজে!