আমার যা ছিল বলার তা বলি না
অন্য কথা বলি ,
আমার যা ছিল করার তা করি না
অন্য কিছু করি ।
আমার কথা ছিল কাঁদার
আমি শুধু ই হেসে বেড়াই ;
তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই ।


দুঃখটাকে আলগা রথে
পাঠিয়ে দিয়েছি নীরদ সীমানায় ,
তোমার আকাশে আজ শত তারা জ্বলে
ভুবন ডাঙা ভরেছো পূর্ণতায় !



আমি ভেবে নিয়েছি
তুমি আমার নীল যমুনার মাঝি
প্রমোদ তরী , ভাসাও গহীন জলে
কাননে তোমার ফুল ফোটে আমার আলাপনে  
তবে দুঃখ এটুকুই;
তুমি যখন সৃষ্টি আমার তরে
কেন হয় নি দেখা মধু- চন্দ্রালোকে ?


যখন তোমার তরী ভাটির গাঙে ধায়
গোধূলির গান গেয়ে ,
আমার তরী উজান অলকায় ;
নব তোরণ দ্বারে ,
তুমি যাদু মন্ত্র বলে
আমায় বেঁধে নিলে !


আমায় নিয়ে তোমার তরী ছলছলিয়ে
উজান দিকে ধায়,
পাছের তরী নাগাল তো না পায়
তুমি শক্ত করে ধর পালের লাগাম
তরী যেন তীরের দেখা পায় !!