গণতন্ত্র মানে এমন নয়,
      তুমি যা চাও তাই যেন হয়!


   গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠ মত,
     পাশাপাশি থাকবে ভিন্নমত।


    গণতন্ত্র মানে ব্যক্তি স্বাধীনতা,
    তবে স্বাধীন নয় কারো ক্ষমতা।


গণতন্ত্র মানে শুনতে হবে সবার কথা,
    তাতে মনে যদি পাও শত ব্যাথা।


গণতন্ত্র মানে মেনে নিতে হয় তিরস্কার,
  জনগণ দিতে পারে তার পুরস্কার।


    গণতন্ত্র মানে নয় ক্রসফায়ার,
    সবাই পাবে আইনি অধিকার।


   গণতন্ত্র মানে নয় বন্দুকের গুলী,
      শুনতে হবে প্রতিবাদী বুলি।


  গণতন্ত্র মানে নয় অধিকার হরন,
  দর্শাতে হবে তার উপযুক্ত কারন।


গণতন্ত্র মানে নয় নির্বাচন ভোটার বিহীন
   ভোট হতে হবে নিরপেক্ষ ও স্বাধীন


গণতন্ত্র মানে নয় ইচ্ছে মত সংবিধান,
  গণতন্ত্র মানে সম আইনের বিধান।