কিসের এত ভয় তোমার কিসের অভিমান?
প্রতিনিয়ত করছো কেনো নিজেকে অপমান?


জীবন নয়ত কাঁচের মত মসৃণ কোন পথ।
একটু উঁচু-নিচু দেখলে থামাও কেনো রথ?


বাঁচার মত বাঁচতে হলে যুদ্ধ করতে হবে।
হঠাৎ কোন বিপদ আসলে পিছাও কেনো তবে?


যুদ্ধের ভয় এতই যখন, ধরায় কেনো এলে?
থাকবে যেথায় শান্তিতে,যাওনা সেথাই চলে।


ধরায় তুমি থাকবে যখন যুদ্ধ হবে জেনো।
এখন থেকে এই কথাটা একটু হলেও মেনো।


আজকে থেকে হোক না কেনো লড়াই করে বাঁচা।
ভাংগ শিকল ভাংগ মনের বন্দি শালার খাঁচা।