শীত এসেছে হঠাৎ করেই
         চুপটি করে ঘাপটি মেরে
    কাঁপছি জ্বরে নাকি শীতের তরে?
         মনের ভেতর প্রশ্ন করে।


        ফ্যানও ঘুরে, কাঁথা মুড়ে!
         আছি পড়ে চুপটি করে।
        ভীষণ শীতে, ঘামও ঝরে!
         চিন্তাই তাই যাচ্ছি মরে।


      বৃষ্টির ফোটা নাকি শিশির ফোটা?
          মনের ভেতর দিচ্ছে খোঁটা!
          ঘাসের উপর দিলাম হাঁটা,
           ঠান্ডায় গা দিচ্ছে কাঁটা,
       বুঝলাম তখন শিশির ফোটা।


       নাইতো কারণ আর তো খোঁজার,
        পালিয়ে গেছে প্রশ্ন হাজার,
        শীত এসেছে ভীষণ মজার,
        ঘুম ভাঙ্গালে মনটা বেজার।