আমি শুধু চেয়েছি তোমায়
তাতে কিবা করেছি ভুল-
তোমার তরে আমার হাতে
রোজ শুকিয়েছে তাজা ফুল।


তোমার তরে এনেছি রোজ
ঝাল মুড়ি চানাচুর-
তোমার হাতে হয়নি দেয়া
বুক করেছি দুরদুর।


গাঙ্গের জলে তোমাকে দেখে
দেয়েছি আমি ঝাপ-
পাইনি খুঁজে দু'চোখ বুজে
বাড়িয়েছে প্রেম পাপ।


তুমি এক রূপবতী কন্যা
বাহারে সুভাষ বেশ-
তোমায় ভাবিতে তাই আমার
রাত্রি হয়েছে শেষ।


(সম্পদনাঃ কে.এম.আজিজুল ইসলাম ছন্দরাজ)