সভ্য নগরীর গুঞ্জরণ থেমে গেছে কখন—
একে একে মুখোশধারিরা আটকে যাচ্ছে
চোরাবালিতে — প্রতিনিয়ত,
সফেদ পোশাকের আড়ালে,
নগ্ন কামুক মাংস পিণ্ড উন্মত্ত নেশায় উদ্বেলিত।
অন্ধকারে নিমজ্জিত হয় একেকটি নক্ষত্র,
নিদ্রাহীন রাত্রীতে মাথার মধ্যে
ঘুনু পোকারা কেবলই ঠুকরে ঠুকরে
রক্তক্ষরণ ঘটিয়ে যায় —
অসাড় হওয়া অনুভুতি গুলো মুক্ত হয়ে
যেতে চায় ভাগাড়ে পরে থাকা ঐ নক্ষত্রের দিকে।
ওঁৎ পেতে বসে থাকে হিংস্র হায়েনার দল,
ঝোঁপের আড়ালে চলে ফিসফিসানি —
মস্তিস্কের রক্তক্ষরণ বন্ধে
ব্যবস্থাও জোরদার,
ঘুমের অষুধ নিত্য সঙ্গী,
চোখ, কান আপাতত নিরাপদ —
আমি মানুষ!!
ভাবতেই কাঁটা গজায় গায়ে।