এক খণ্ড জমি চাই আমার,
বিশাল নয়- ছোট্ট হলেই চলবে।
ছোট্ট একটা ঘর চাই আমার,
দালান নয়- টিনের হলেই চলবে।
খোলা বারান্দা??
থাকতেই হবে।
সামনে একটা বকুল অথবা কদম
চাই-ই চাই।
পলাশ আমার খুব প্রিয়,
ওটাকেও বাদ রেখো না।
নির্মেঘ একটা আকাশ চাই;
সাদা মেঘ থাকুক,ক্ষতি নাই।
দখিনা বাতাস,বকুলের গন্ধ
আমি খোলা বারান্দায় তোমার
অপেক্ষাতে বসে থাকবো।
সকালের মেনু'তে আলু ভর্তা
সাথে খুব বেশি কিছু চাইনা,
একটু আচার হলেই চলবে।
রাতটা শুধু তোমার থাক,
একান্তই তোমার-
অবসর বিকেলটা আমায় দিও।