নিঃশব্দে চূর্ণ হয়ে যায় উপেক্ষিত হৃদয়,
পরতে পরতে গচ্ছিত ছিল বেনামী প্রেম,
চোখের কিনার উপচে পড়ে লবণের জল
শুষ্ক ঠোঁটে সদ্য ভূমিকম্পের ছাপ স্পষ্টতঃ
একাকীত্বের কামড়ে বিদগ্ধ একলা চিল
দিগ্বিদিক ওড়ে বেড়ায় শূন্য আকাশে;
ঝরা পালকে খসে পড়ে সুপ্ত অভিমান।
অভিযোগের বাক্স আজীবন তালাবন্দী
নির্লিপ্ত চাহনীতে নেই কোন চেনা আক্ষেপ;
শৈশবে শুকিয়ে যাওয়া বকুলের সাথে
স্বেচ্ছায় নির্বাসনে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে,
পাওয়া না পাওয়ার কড়কড়ে আকুলতা।
ভালো আছো তুমি?
তোমার সদ্য যৌবনা মরীচিকা প্রেম;
এখনো নাকি টগবগিয়ে ফোঁটে ওঠে
সফেদ জ্যোৎস্নায় মাতোয়ারা উৎসবে?
এখনো নাকি লাল টকটকে আল্পনা
খুঁজে বেড়াও শ্বেত চামড়ার ভাঁজে ভাঁজে?
দিনান্তে আমি তৃপ্তির ঢেঁকুর তুলি,
সাঁওতালী রঙে আটকে পড়া তাচ্ছিল্যকে
শেষবারের মতো জলাঞ্জলি দিয়ে।