আমাদের জনপদে    ভরে যেত মিষ্টি রোদে  
              লালসাবিহীন ভাবে।
কেটে যেত সংহার    বন্ধ হতো অত্যাচার
            ভেদাভেদ ভুলে যাবে।
পাথরেও ফুটবে ফুল   মানুষদেরও ভাঙবে ভুল
           কেটে যাবে সব শঙ্কা।
এসোহে দোপেয়ে প্রাণী     মানুষ বলেই জানি
          বাজাও প্রেমের ডঙ্কা।
পাখিরাও গাইবে গান     শান্ত যত মন-প্রান
          ভুলে কামনার আগুন।
ফুলে-ফলে ভরবে গাছ  নদীতেই মিলবে মাছ
         চারিদিকে বইবে ফাগুন।