হলুদ খামে প্রেমের চিঠি
ধুলো মাখা পুরোনো স্মৃতি,
এক একটি লাইন
না বলা কত কথা বলে
আঁখি দুটি ছল ছলে।

লাল নীল চিঠি খামে
লেখা শুধু তোমার নামে,
প্রেম দিয়ে লিখেছি কত লেখা
পাইনি আর তোমার দেখা।

চিঠি গুলো পড়ে থাকে এক কোণে
চিঠি গুলো পড়তে থাকে না আর মনে।

চিঠি তে আর পড়ে না হাত  
চিঠি থেকে শুনতে পায়
অসমাপ্ত প্রেমের আর্তনাদ।