শোন বলি মন দিয়ে অাজ
এই জীবনের জীবনীটা,
কখনও রোদ উঠলেও
বৃষ্টি ঘেরা দুনিয়াটা।
সব কিছু চলছে ভালই
মিলিয়ে তার ভাল-মন্দ,
ফলাফল শূ্ন্যই রবে
যতই করো জীবনের ময়নাতদন্ত।


স্বপ্ন যাচ্ছে ভেঙে
খুন হচ্ছে ইচ্ছেগুলো,
বিচারে বলছে জীবন
একটু থেমে আবার চলো।
বিচার থাকনা পরে
করে চলো সব আনন্দ,
দোষ চাপা রইবে পরে
যতই করো জীবনের ময়নাতদন্ত।


হতাশায় ভুগছে সমাজ
যাচ্ছে তাই উল্টো দিকে,
রঙিন চশমা লাগাও
না হয় দেখবে সমাজ, হচ্ছে ফিকে।
সর্বনাশ যা হচ্ছে চলুক না সে
নিয়ে নিজেস্ব ছন্দ,
বিবেকতো হারিয়েই রবে
যতই করো জীবনের ময়নাতদন্ত।