অামার আকাশ ছোঁয়া স্বপ্নের
মাতাল হাওয়া বইছে,
এক মরচে ধরা সন্ধ্যায়
শুধূ মনটাই মনে রইছে।


আমার গিটার ছেড়া তারের
ধ্বনি আস্তে করে বাজছে,
ক্লান্ত কাটা হাতটার
রক্ত ছবি আঁকছে।


হেসে যাই শেষ হাসি
কে জানে কাল কি আসছে,
চোখের কোনে ছোট্ট তারার
মিছিলগুলো ভাসছে।