জ্বলছে আগুন দেখ
জ্বলছে আকাশ,
জ্বলছে ইমারত সাজঘর
সাথে জ্বলছে বাতাশ।
জ্বলছে না দেখ ঐ
বিবেক কারো,
বিবেক জাগাতে চাই
অন্যায় আরো।


জ্বলছে কাপড় আর
জ্বলছে শরীর,
ছাড়িয়ে যাচ্ছে আকাশ
আলোর মিছিল।
জ্বলছে না শুধু ঐ
নিভে থাকা বোধ
জ্বলুক না সব আমি
রবই নির্বোধ।


জ্বলছে কাগজে আঁকা
এক ফালি মুখ
বিবর্ণতায় লুকিয়ে দেখ
রয়েছে অসুখ।
জ্বলছে না শুধু এই
অশ্রু চোখের,
কারন ঐ ধৈর্য বিশাল
আমার বুকের।


জ্বলতে থাকুক আরো
বহু নাম ধরে,
তবুও আসবে কি চেতনা
তোমার করিডোরে।
জ্বলুক না জ্বলছে যা
নিজের মতন
জ্বলে যাওয়া মনটারও
বিশাল যতন।