সব ভালোর এই দুনিয়ায়
মন্দ কিছুই নয়,
তোমার চোখে মন্দ যা
একটু উল্টে দেখলেই হয়।
ঘটুক রটুক যত কিছুই
সব নিতে শিখ ভাল মনে,
আসলে সব ভালই শুধু
পার্থক্য দৃষ্টিকোনে।


যে খাচ্চে ঘুষ সেও তো ভাল
এখন মধ্যরাত তবু ভীষন আলো।
দূর্নীতি যে করছে সেও মন্দ নয়
শুধু তাদের মত করে ভাবলেই হয়।
যে যা করুক ইচ্ছে মত
জীবনের সন্ধানে,
আসলে সব ভালই শুধু
পার্থক্য দৃষ্টিকোনে।


যে মেয়েটা লাঞ্চিত আজ
সেটাও তার জন্য ভাল,
যে বাবা মা বৃদ্ধাশ্রমে
সেটাই তাদের ঠিকানা ছিল।
যার যা দুঃখ আর্তনাদ
ফেলে দাও ডাষ্টবিনে,
আসলে সব ভালই শুধু
পার্থক্য দৃষ্টিকোনে।


যে ক্ষুধার্ত তৃষ্ণায় মরে
সেটাই তার অধিকার,
ক্ষমতা যার সেই রাজা
দূর্বল সইবেই অত্যাচার।
মরুক বাচুক যা ইচ্ছে তাই
কার খোজ কে জানে
আসলে সব ভালই শুধু
পার্থক্য দৃষ্টিকোনে।


সব মন্দে ভরছে সব
ভালোর জায়গা নাই,
মন্দকেই তাই আপন করে
সামনে এগিয়ে যাই।
মিথ্যে সান্তনায় তাই
ভুল আশ্বাস দিচ্ছে মনে,
ঐ যে বললাম-
আসলে সব ভালই শুধু
পার্থক্য দৃষ্টিকোনে।