‪অদ্ভুত ভুত মানুষ মোরা
অদ্ভুত পরিচয়,
নিরব মোদের ভীতর শুধু
বাহির কথা কয়।


অদ্ভুত মন,বিবেক মোদের
অদ্ভুত চোখের জল,
জঙ্গল ছেড়ে ডাঙায় দেখি
এ কোন অদ্ভুত দল?


অদ্ভুত আশা,স্বপ্ন মোদের
অদ্ভুত পরিনয়,
অদ্ভুত এক জাতি মোরা
দুখে হাসতে হয়।


সত্যকে লুকোতে মোদের
মুখোশ পড়তে হয়,
দুনিয়াটাকে বুঝতে হলে
উল্টো দেখতে হয়।


অদ্ভুত সব নিয়ম মোদের
অদ্ভুত সম্পর্ক,
লোক দেখানো নীতি মোদের
উর্ধ্বে রয়েছে তর্ক।


মন ভুলানো কথা সব
স্বার্থের ভালবাসা,
অদ্ভুত সব বুঝতে গেলে
অদ্ভুত হয়ে আসা।