হাজার মানুষের সেই ভীড়েতে
দোয়েল পাখির সাথে থাকে
নাম না জানা এক শিশু,
পায়ে পায়ে পেরিয়ে যায় সবাই
নজর নেই কারো তার প্রতি
সে যে আধুনিক সভ্যতার যীশু।
না,পৌঁছেনা বিধতারও নজর
সেই শিশুর কাছে,
সে জানেনা মমতা কাকে বলে
কেন সে বেঁচে আছে?


এমন হাজার শিশু বেঁচে আছে
তোমার শহরের রাস্তার মোড়ে,
কখনো দেখেছ কি হাত বাড়িয়ে
তাদের প্রতি একটু ফিরে?
না,পৌঁছেনা বিধতারও দয়া
সেই তাদের কাছে,
সুখ কাকে বলে আর সান্ত্বনা কি
সেই প্রশ্ন তোমাদের কাছে।


ঝড় বৃষ্টি এলে,না হয় কড়া রোদে
তুমি নিরাপদ,আছে তোমার ঘর,
তারা পথের সন্তান, তাই পথের মাঝেই
সব ঝড়,যন্ত্রনা সামলাতে হয়।
কখনো ভেবেছ কি তুমি তাদের কথা
হয়েছে একটু দয়া তাদের তরে?
না,পৌঁছেনা বিধতারও ছায়া
তাদের সেই খোলা ঘরে।


রাত্রিতে তুমি ফিরে যাও তোমার ঠিকানায়
সেই শিশুগুলো দোয়েলের সাথে-
জাগে তোমার পাহারায়।